আজ - | | হিজরী

যশোর গোয়েন্দা শাখা ((ডিবি) অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশী মদ এবং ১ টি প্রাইভেটকার উদ্ধার সহ গ্রেফতার -১

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   যশোর গোয়েন্দা শাখা ((ডিবি) অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশী মদ এবং ১ টি প্রাইভেটকার উদ্ধার সহ গ্রেফতার -১   বুধবার | জানুয়ারি ৩১, ২০২৪ | ০৬:৩৭ এএম
  • ৮৫৩৩ বার
উৎপল ঘোষ,বিশেষ প্রতিনিধি :

গোয়েন্দা শাখা সুত্রে জানা যায়,গতকাল ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ রইচ আহমেদ, এএসআই (নিঃ)/ মোঃ শফিউল ইসলাম, এএসআই(নিঃ)/ মো ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী ও ঝিকরগাছা থানা এলাকায় সকাল ৭.৩০ মিনিটে অভিযান  চালিয়ে কোতয়ালী মডেল থানাধীন নতুন হাট গ্রামে জাহাঙ্গীর ফল ভান্ডার এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আব্দুর রাজ্জাক ওরফে আব্দুল্লাহ (২০), পিতা-আব্দুর রহমান, মাতা-রহিমা খাতুন, সাং-গোলাপ নগর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া, বর্তমান ঠিকানা সাং-ঘোপ নওয়াপাড়া রোড (এ্যাডঃ খোকনের বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর) কে ৪০ বোতল বিদেশী মদ এবং ১ টি প্রাইভেটকার সহ গ্রেফতার করেন। 
জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৬,৫৮,০০০/-টাকা। 
এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ রইচ আহমেদ বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
 


লাইফস্টাইল ক্যাটেগরির আরো সংবাদ