৭:২৬:৫৪ AM

  আজ - বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ২৫ জ্বিলকদ, ১৪৪৬ হিজরী

মালা সরকার মানবিক কাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। 

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   রবিবার | এপ্রিল ৬, ২০২৫ | ০৩:৩৯ পিএম
  • ২১৬৮০ বার
মোঃ মিজানুর রহমান চৌধুরী

গাজীপুর জেলার গর্বিত সন্তান,  জনপ্রিয়  বাউল কন্ঠ শিল্পী  মালা সরকার নিজেকে শুধু  গানের মধ্যে রেখে দেননাই,  গান করে যে অর্থ সন্মান পান তা দিয়ে সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ান নিজের চিন্তা চেতনা থেকে। 
শুধু  গাজীপুরের অবহেলিত মানুষ নয় বন্যা কবলিত কুমিল্লা বুড়িচং এলাকার মানুষকে দিয়েছেন খাদ্য ও পানি সহ অনেকে কিছু । 
গাজীপুর জেলার বিভিন্ন মাদ্রাসার এতিমদেরকে খাবার ও জামা সহ অনেক কিছু  এবং পবিত্র কুরআন শরীফ উপহার দিয়েছেন । 
মসজিদ , মাদ্রাসায় সব সময়  যতটুকু  পারেন অর্থ দিয়ে পাশে থাকেন। 
নিজেদের মধ্যে  কোনো শিল্পী  বিপদে বা অসুস্থ হলে সবাইর আগে ছুটে যায় তাকে সহযোগিতা করার লক্ষ্য নিয়ে। 
মানবিক কাজ করে মনে শান্তি পায়,  মানুষের মূখে  হাসি পটানোই হলো মালা সরকারের আনন্দ ।
বাউল কন্ঠ শিল্পী  মালা সরকার শুধু  গাজীপুর  নয়  সারা বাংলাদেশের অবহেলিত  মানুষের জন্য কাজ করে যাবেন। 
 উনার ইচ্ছে  মানবিক সমাজ সেবক  হয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে চান । 
মালা সরকার  সবাইর দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান অনেক দুরে ।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ