আজ - | | হিজরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ-সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ♦♦ র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়িতে রহমত উল্লাহ, মায়ের চোখে আনন্দাশ্রু ♦♦ এক-এগারোর সর্বনাশ! দুই-এগারোর রাহুগ্রাস! ♦♦ প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে-লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ♦♦ পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান ♦♦ বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ♦♦ দাঁড়াতে পারছেন না স্থানীয় শিল্পোদ্যোক্তারা-ব্যবসাবাণিজ্যে বিপজ্জনক খরা ♦♦ মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? ♦♦ এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল ♦♦ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি ♦♦ কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ♦♦ তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ ♦♦ ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: নগর সুশাসনে নতুন উদ্যোগ ♦♦ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ: প্রিমিয়ার লিগে লাইভ আপডেট ও বিশ্লেষণ ♦♦    

১৪ বছর পর ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা!

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশে আনার জন্য উঠেপড়ে লেগেছিল বাফুফে। গেল বছরের জুনে মেসিদের বাংলাদেশ সফরের সূচিও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। যদিও শেষ মুহূর্তে ভেস্তে গেছে সেই পরিকল্পনা। এবার শোনা যাচ্ছে পাশের দেশ ভারতে আসতে যাচ্ছেন বিশ্বচ্যাম্পিয়নরা। দেশটির গণমাধ্যমের বরাতে এমনটাই জানা যাচ্ছে।

সব ঠিক থাকলে ১৪ বছর পর আবারও দক্ষিণ এশিয়ার দেশটিতে আসতে যাচ্ছেন আলবিসেলেস্তারা। তেমনটাই দাবি করছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান।

 

তার দাবি, ২০২৫ সালে কেরালায় ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনা। সেই দলে থাকবেন মেসিও। আর্জেন্টিনা সরকার এবং সে দেশটির ফুটবল সংস্থার (এএফএ) সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। সব খরচ বহন করবে কেরালার রাজ্য সরকার।

কেরালার ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, স্পেনে গিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে কথা হয়েছে তাদের। পরের বছর সেপ্টেম্বর বা অক্টোবরে প্রদর্শনী ম্যাচ হতে পারে। আপাতত কোচিতে সেই ম্যাচ হবে বলে জানা গিয়েছে। কারণ সেই স্টেডিয়াম ৬০ হাজারের কাছাকাছি দর্শক ধারণক্ষমতা রয়েছে। এই ম্যাচ উপলক্ষে ফিফা কর্মকর্তারাও কেরালায় আসবেন বলে জানা গিয়েছে।

আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশনের সঙ্গে কেরালার একটি চুক্তি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই চুক্তিতে ভারতের রাজ্যটিতে ম্যাচ আয়োজনের কথা রয়েছে। আব্দুরহিমান বলছেন, ‘আর্জেন্টিনার কর্তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। কিছুদিন পরেই কেরালায় আসবে এএফএর প্রতিনিধি দল। সব খতিয়ে দেখবেন তারা।’ পাশাপাশি কেরালা সরকারের সঙ্গে সহযোগিতায় রাজ্যটিতে ফুটবল একাডেমি গড়তে পারে এএফএ। ক্রীড়ামন্ত্রীর বিশ্বাস, এতে গোটা রাজ্যের ফুটবল মানচিত্র বদলে যেতে পারে।

২০১১ সালে প্রথম এবং এখনও পর্যন্ত শেষবার ভারতে এসেছিলেন মেসিরা। সেবার কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দির গোলে জিতেছিল আর্জেন্টিনা। ২ সেপ্টেম্বর যুবভারতীতে সেই ম্যাচে এক লাখের কাছাকাছি দর্শক হয়েছিল। খোদ মেসি সেই ম্যাচ খেলে অভিভূত হয়েছিলেন। সে কথা জানিয়েছিলেনও পরে। গোটা শহরে তাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল গোটা আর্জেন্টিনা দলকে।

ভারতের কেরালায় আর্জেন্টিনার প্রচুর সমর্থক রয়েছেন। কাতার বিশ্বকাপের সময় যেভাবে রাজ্যটির সমর্থকরা মাতামাতি করেছিলেন তা নজর এড়ায়নি আর্জেন্টিনারও। দেশটির ফুটবল সংস্থা কেরালার সমর্থকদের ধন্যবাদও জানিয়েছিল। এবার খোদ মেসিকে চোখের সামনে দেখার সুযোগ পেতে যাচ্ছেন সমর্থকরা। ভারতের বিভিন্ন শহর তো বটেই, আশেপাশের দেশ থেকেও অনেকে খেলা দেখতে আসবেন বলে মনে করা হচ্ছে।

খেলাধুলা ক্যাটেগরির আরো সংবাদ