আজ - | | হিজরী

সংবিধান প্রতিস্থাপন ও আ.লীগকে অপ্রাসঙ্গিক করা নিয়ে আলোচনা ♦♦ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট শতবর্ষী জিমি কার্টার মারা গেছেন ♦♦ আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা-অতিরিক্ত পুলিশ সুপার সানজিদাকে সাময়িক বরখাস্ত ♦♦ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের ঘটনায় সম্পাদক পরিষদের প্রতিবাদ ♦♦ ভোটার হওয়ার বয়স ১৭ বছর করার দাবি জামায়াত আমিরের ♦♦ নতজানু কিংবা হঠকারিতা নয়, সম্পর্ক হবে বাস্তবভিত্তিক: উপদেষ্টা মাহফুজ ♦♦ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ, যেভাবে নম্বর বণ্টন ♦♦ প্রবাসীদের জ্ঞান-অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা ♦♦ সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে জাতীয় নাগরিক কমিটি ♦♦ ২০১৮ সালে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন জামায়াত আমির, জবাব বিএনপির ♦♦ হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে শুনতে পাচ্ছি: মাহফুজ আলম ♦♦ সব দল, ধর্ম একত্রে দেশটাকে ফুলের বাগান বানাতে চাই ♦♦ উদ্বেগ-কৌতূহল ৩১ ডিসেম্বর ঘিরে ♦♦ ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে : সিইসি ♦♦ আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা, সেই সানজিদাকে সাময়িক বরখাস্ত ♦♦ জয়িতাকে নতুন বছরে নতুন করে সাজিয়ে তুলতে চাই - উপদেষ্টা শারমীন এস মুরশিদ ♦♦ মাহফিল নিয়ে যা বললেন আজহারী ♦♦ মেহেরপুরে উঠেছে নতুন পেঁয়াজ দরপতনে দিশাহারা কৃষক ♦♦ কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরকারী দুই মহিলা আটক ♦♦    

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে: সিনিয়র সচিব

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শুক্রবার | জানুয়ারি ১০, ২০২৫ | ০১:০০ পিএম
  • ১৭৬০ বার
নিজস্ব প্রতিনিধি

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে। জনসেবায় নেতৃত্ব দিতে হবে, দেশ সেবায়ও নেতৃত্ব দিতে হবে। সর্বদা ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। ডিজিটাল ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে নিজেকে চৌকস হতে হবে। অধিনস্ত নির্ভর পরিহার করে নিজেকে প্রস্তুত রাখতে হবে।

আজ রাজধানীর কাঁটাবনে অবস্থিত  ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) দের ২১ তম বেসিক ভূমি রিফ্রেশারস কোর্সে'র সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ডিজিটাইজ ভূমি সেবা  টেকসই করতে হলে সরকারি কমিশনার(ভূমি) দের  কে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।  বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণের জন্য ভূমি ব্যবস্থাপনার উৎকর্ষ সাধন অপরিহার্য।  এই প্রশিক্ষণ ভূমি ব্যবস্থাপনায় সম্পৃক্ত মানবসম্পদের যোগ্যতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে গতিশীল ভূমি ব্যবস্থাপনা  নিশ্চিত করবে। 

 তিনি আরো বলে,যারা ভাল কাজ করবে তাদেরকে প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত সনদপত্র দেওয়া হবে। ভালো কাজ করতে ব্যর্থ হলে তাদের জন্য শাস্তির ব্যবস্থা। জাতীয়ভাবে  যারা ভাল কাজ করবে তাদেরকে প্রধান উপদেষ্টা তার দপ্তরে আমন্ত্রণ জানাবেন। কারো প্রতি দোষারোপ না করে  সবাই মিলে একটা টিম তৈরি করে  দেশমাতৃকার সেবার নিজেকে আত্মনিয়োগ করতে হবে। সরকারি কমিশনার, (ভূমি) দের উদ্দেশ্যে তিনি বলেন  নিজেকে ট্রেইনার হিসাবে দক্ষ করে তুলবে যাতে করে অন্যদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ করা যায় এবং প্রকৃত  সেবা নিশ্চিত করা যায়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের,পরিচালক,রুমানা রহমান শম্পা; অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. জাহিদ হোসেন পনির,অতিরিক্ত সচিব; মো: মাহফুজুর রহমান ও মো: এমদাদুল হক চৌধুরী; আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষকসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিসিএস প্রশাসন ক্যাডারের ৭৫ জন সরকারি কমিশনার, (ভূমি) বৃন্দ ।
 


জাতীয় ক্যাটেগরির আরো সংবাদ