আজ - | | হিজরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ-সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ♦♦ র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়িতে রহমত উল্লাহ, মায়ের চোখে আনন্দাশ্রু ♦♦ এক-এগারোর সর্বনাশ! দুই-এগারোর রাহুগ্রাস! ♦♦ প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে-লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ♦♦ পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান ♦♦ বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ♦♦ দাঁড়াতে পারছেন না স্থানীয় শিল্পোদ্যোক্তারা-ব্যবসাবাণিজ্যে বিপজ্জনক খরা ♦♦ মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? ♦♦ এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল ♦♦ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি ♦♦ কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ♦♦ তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ ♦♦ ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: নগর সুশাসনে নতুন উদ্যোগ ♦♦ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ: প্রিমিয়ার লিগে লাইভ আপডেট ও বিশ্লেষণ ♦♦    

আন্দোলনে নতুন প্রজন্মরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছে তা রক্ষায় ছাত্র, নাগরিক সমাজ সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে যৌথভাবে কাজ করতে হবে-- সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা ।

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | অক্টোবর ১৯, ২০২৪ | ০৫:৩১ পিএম
  • ৯০৪০ বার
মোঃ সাহাদৎ হোসেন আসিফ

 


সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন,  আন্দোলনে নতুন প্রজন্মরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছে তা রক্ষায় ছাত্র, নাগরিক সমাজ সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে যৌথভাবে কাজ করতে হবে। যাতে সমাজের প্রতিটি মানুষ তার নাগরিক অধিকার ফিরে পায়।

তিনি বলেন, এখন সময় এসেছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। যেখানে থাকবে না কোনো অন্যায়, দুর্নীতি, নির্যাতন যা আমাদেরকে শিখিয়েছে তরুণ প্রজন্মরা। এজন্য সকল দুর্নীতি থেকে মুক্ত হতে জাতীয় দর্শন চাই।

তিনি আজ ঢাকায় গুলশানের একটি স্থানীয় হোটেলে " নাগরিক সমাজ : অতীত, বর্তমান ও ভবিষ্যত " শীর্ষক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ।

জাতীয় পরামর্শ সভায় সিএসও অ্যালায়েন্সের আহ্বায়ক ও গণস্বাক্ষরতা অভিযান এর নির্বাহী পরিচালক রাশেদা কে, চৌধূরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা অংশ নেন পানি সম্পদ এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারপার্সন ড. হোসেন জিল্লুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধূরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি , সিপিডির গবেষণা পরিচালক ড.খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, সমন্বয়ক উমামা ফাতেমা, নাফিজা জান্নাত ও সৌমিক দত্তসহ প্রমূখ বাংলাদেশেরস্বাধীনতার ৫০ বছর: আর্থসামাজিক পরিবর্তনে নাগরিক সংগঠনের ভূমিকা শীর্ষক গবেষণা কর্ম থেকে আলোচনা করেন ।

সভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, গবেষক, রাজনীতিবিদ এবং দেশি-বিদেশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে নিজেদের প্রত্যাশা, মতামত ঔ সুপারিশ তুলে ধরেন।


জাতীয় ক্যাটেগরির আরো সংবাদ