রাজধানী হোটেল সোনারগাঁও ১৭ই ডিসেম্বর সন্ধ্যা সাতটা ইন্ডিয়া কেরেলা রাজ্যের Meitra Hospital নিউরোলজি বিভাগের ডঃ সুরেশ বাবু, অর্থপেডিক সার্জন ডক্টর মিধুন মাধাহাভান, গ্যাস্টোলজি ডঃ সন্দীপ এম, ও ইন্টারন্যাশনাল মার্কেটিং হেড মিত্রা হাসপাতাল কেরালা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন মৈনা হাসপাতালে বাংলাদেশ থেকে যেকোনো রোগী তাদের হাসপাতালে চিকিৎসা নিলে তারা বিশেষ সুযোগ সুবিধা ব্যবস্থা করবেন পাশাপাশি অসহায় রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করবেন। বাংলাদেশের রোগীকে তাদের হাসপাতালে সযত্নে অন্যান্য হাসপাতাল থেকে সুযোগ-সুবিধা অনেক বেশি দিতে পারবে বলে আশ্বাস দেন। অনুষ্ঠান আয়োজন করেন শেখ মোঃ আবু সাইদ ম্যানেজিং ডিরেক্টর, রহমান লাইফ সেলুসনস। বিশেষ অতিথি ছিলেন ঢাকা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো দেলোয়ার হোসেন। এবং বিভিন্ন স্যাটেলাইট,চ্যানেল,অন লাইন চ্যানেল,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।