আজ - | | হিজরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ-সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ♦♦ র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়িতে রহমত উল্লাহ, মায়ের চোখে আনন্দাশ্রু ♦♦ এক-এগারোর সর্বনাশ! দুই-এগারোর রাহুগ্রাস! ♦♦ প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে-লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ♦♦ পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান ♦♦ বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ♦♦ দাঁড়াতে পারছেন না স্থানীয় শিল্পোদ্যোক্তারা-ব্যবসাবাণিজ্যে বিপজ্জনক খরা ♦♦ মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? ♦♦ এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল ♦♦ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি ♦♦ কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ♦♦ তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ ♦♦ ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: নগর সুশাসনে নতুন উদ্যোগ ♦♦ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ: প্রিমিয়ার লিগে লাইভ আপডেট ও বিশ্লেষণ ♦♦    

নারী উদ্যােক্তা ড্রিমার্স ওয়াল্ড  এর  আখিঁ নাহার  ও আর কে ফাহমিদা নিজাম আন্তর্জাতিক  ণারী দিবস উপলক্ষে,  বঙ্গবন্ধু মানবাধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক আলহাজ্ব জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরীকে সম্মানণা প্রদান করেন।

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | মার্চ ১২, ২০২৪ | ১২:০০ এএম
  • ৩০৬৪ বার
বিশেষ প্রতিনিধি

ণারী উদ্যােক্তা ড্রিমার্স ওয়াল্ড  এর  আখিঁ নাহার  ও আর কে ফাহমিদা নিজাম আন্তর্জাতিক  ণারী দিবস উপলক্ষে,  বঙ্গবন্ধু মানবাধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক আলহাজ্ব জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরীকে উপহার দিয়েছেন। উওরা প্যান ডে এশিয়া হোটেল  পাটি সেন্টার হল রুমে ১০ / ৩ / ২০২৪ বিকাল ৩ ঘটিকায়  ঢাকা উত্তরার  বিভিন্ন অঞ্চল থেকে  আসা ণারী উদ্যােক্তাদেরকে নিয়ে এক জমকালো আয়োজনে মধ্যে ণারী দিবস পালন ও কেক কাটা  করা হয়। ণারী উদ্যােক্তাদের মধ্যে  বক্তব্য রাখেন, লেডিস কেয়ার বিউটি আড্ডা গ্রুপ,   আর কে ফাহমিদা নিজাম  ও ড্রিমার্স ওয়ার্ল্ড এর  আখিঁ নাহার ,  নিলিমা,  মলি ,  আনিলা মরিয়ম ,  স্বপ্নিকা খাঁন ,  নাহার লিজা ,  মরিয়ম এমি,  তাসলিম ইসলাম ,  রুমানা মির্জা,  এম এসটি রেশমা আক্তার ( মিতু ) , রিবা সরকার  সহ আরো অনেকে।  প্রধান অতিথি আলহাজ্ব জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরী,  বঙ্গবন্ধু মানবাধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনার পরিবারের সবাইর আত্মার মাগফেরাত কামনা করেন,  ণারী হিসেবে  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শ্রদ্ধা জানিয়ে  সন্মানীত ণারী উদ্যােক্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে  বাজারে  ভালো পণ্যের বাড়ানোর আহবান এবং বঙ্গবন্ধু মানবাধিকার পরিষদ ণারী উদ্যােক্তাদের সকল ভালো কাজের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন । ণারীরা এগিয়ে যেতে হবে, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্চে ঠিক সেভাবে হাল ধরতে হবে ণারী উদ্যােক্তা  তাহলে সফলতা আসবেই ইনশাআল্লাহ।
 


লাইফস্টাইল ক্যাটেগরির আরো সংবাদ