ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কার্যক্রম খতিয়ে দেখতে পৃথক দুটি কমিটি গঠন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য অনুসারে, ঢাকা স্টক এক্সচেঞ্জের চার সদস্যের কমিটিতে বিএসইসির পরিচালক মো. আবুল কালামকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পরিচালক মোল্লা মো. মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক মো. বনি ইয়ামিন খান এবং সহকারী পরিচালক মুহাম্মদ সাদেকুর রহমান ভূঁইয়া। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শনে বিএসইসির পরিচালক ফখরুল ইসলাম মজুমদারকে প্রধান করে কমিটি করা হয়েছে।
বিএসইসির নির্দেশনায় বলা হয়, এই কমিটি আদেশ জারির পরবর্তী ২০ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করবে। এদিকে মঙ্গলবার বিএসইসির সদ্য সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও তার ছেলেসহ আরো ছয়জনের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল তাদের বিও হিসাবও স্থগিত করেছে বিএসইসি। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি স্থগিত থাকবে।