আজ - | | হিজরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ-সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ♦♦ র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়িতে রহমত উল্লাহ, মায়ের চোখে আনন্দাশ্রু ♦♦ এক-এগারোর সর্বনাশ! দুই-এগারোর রাহুগ্রাস! ♦♦ প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে-লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ♦♦ পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান ♦♦ বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ♦♦ দাঁড়াতে পারছেন না স্থানীয় শিল্পোদ্যোক্তারা-ব্যবসাবাণিজ্যে বিপজ্জনক খরা ♦♦ মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? ♦♦ এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল ♦♦ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি ♦♦ কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ♦♦ তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ ♦♦ ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: নগর সুশাসনে নতুন উদ্যোগ ♦♦ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ: প্রিমিয়ার লিগে লাইভ আপডেট ও বিশ্লেষণ ♦♦    

ভিডিও করায়

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   জেলা প্রতিনিধি জয়পুরহাট  সোমবার | নভেম্বর ২৫, ২০২৪ | ১২:০০ এএম
  • ২৬৪০ বার
জেলা প্রতিনিধি জয়পুরহাট

জয়পুরহাটে ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে মারধরের পরে অর্থ লোপাটের ঘটনা ঘটেছে। 

জয়পুরহাট, ক্ষেতলাল উপজেলার, বড়তারা ইউনিয়নের, পাঠানপাড়া বাজারে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, গত ৯/১১/২০২৪ ইং তারিখে উপজেলার নূর ইসলাম ও আমিনুলের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে পাঠানপাড়া বাজারে মার ধর ও  হৈ, চৈ,  এর সংবাদ পেয়ে উক্ত স্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনকৃত "দৈনিক অপরাধ অনুসন্ধান" পত্রিকার সাংবাদিক মোঃ বেলাল হোসেন(৪৫) ঘটনাস্থলে উপস্থিত হন (যাহার আইডি নং ২০২৪৫১)। রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটের সময় পাঠানপাড়া বাজারে আলিমের চা স্টলের সামনে এমন ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক মো: বেলাল হোসেন ঘটনার বিস্তারিত ভিডিও ধারন করার সময় উপজেলার উত্তর হাটশহর গ্রামের  বড়তারা ইউপির সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক/সোমবারু এর পুত্র মো: মুকুল হোসেন(৪২) সাংবাদিক বেলাল হোসেন কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ  করতে থাকেন। এ সময় তিনি উপজেলার হোপ হাট গ্রামের মৃত, জবীর উদ্দিন মন্ডল এর পুত্র শাহারুল ইসলাম ইউনুস (৩৫) ও মো: পলাশ (৩০)  কে সাংবাদিক বেলাল হোসেন এর মোবাইল ফোন ছিনিয়ে নিতে ও সেই সাথে মারধরের জন্য প্রস্তাব প্রদান করেন।।  এ সময় অপরাধীরা দলবেঁধে এলোপাতাড়ি আক্রমণ শুরু করলে এক পর্যায়ে সাংবাদিকের প্রাণনাশের উদ্দেশ্য শাহারুল ইসলাম ইউনুস, লোহার রড দিয়ে মাথায় সজোরে আঘাত করে। ফলে মাথায়  রক্তক্ষনন  সহ গুরুতর অসুস্থ হন।  সেই সাথে পলাশ, সাংবাদিক বেলাল হোসেন এর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মারধরে ব্যাস্ত থাকেন।। সাংবাদিক বেলাল হোসেন সজোরে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে মেম্বার মুকুল সাংবাদিক এর পেন্টের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে কাছে থাকা আলু বীজ কেনার জন্য রাখা আনুমানিক ৫৪০০০ টাকা ছিনিয়ে নেওয়ার শক্ত অভিযোগ করেন সাংবাদিক বেলাল হোসেন।। এ বিষয়ে তিনি জয়পুরহাট জেলা বিজ্ঞ আমলী আদালত-৪ এ,  ৩ জনকে আসামি করে ৩২৩,৩২৫,৩০৭,৫০৬(২)৩৭৯ ধারায়  একটি মামলা দায়ের করেন। 

সাংবাদিক বেলাল হোসেন বলেন, ঘটনার রাতে রক্ত মাখা অবস্থায় প্রথমে জেলার ক্ষেতলাল থানায় উপস্তিত হলে পুলিশ সদস্য দের প্রায় সকলেই উপস্তিত ছিলেন। এমন সময় ঘটনার বিস্তারিত জানালে থানার কর্তব্যরত অফিসার ইনচার্জ মো: মশিউর রহমান বলেন,  এখানে মামলা করে লাভ নেই,  কারন বিভিন্ন ধরনের নেতারা আমাকে চাপ দেবে। আমি কিছুই করতে পারবনা।। আপনারা কোর্টে মামলা করেন। 

বিষয় টি নিয়ে ১ নং মামলার আসামি মেম্বার মুকুল কে ফোন দিলে তিনি বলেন,  এমন কোন ঘটনা ঘটেনি। কি ভাবে সাংবাদিক এর মাথা ফেটেছে বলতে পারবনা। আর আমি কেন টাকা নিব তার পকেট থেকে। যদি যাচাই করেন তাহলে বাজারে গিয়ে সকলের সঙ্গে কথা বলুন তারা সত্য বলবে। এ ছাড়া ২নং আসামি শাহারুল ইসলাম ইউনুস বলেন, আমরা বেলাল কে কেন মারব আর কি ভাবে মাথা ফেটেছে বলতে পারছিনা।

এদিকে মামলার ৩ নং আসামি পলাশ ঘটনার ২ দিন পরে সাংবাদিক এর মোবাইল ফোন ফেরত দিলেও ফোনে থাকা ভিডিও ও সকল ডাটা ডিলিট করেছে অপরাধীগন।।

এ ঘটনা সম্পর্কে উক্ত বাজারের স্থায়ী দোকানী মৃত:অফির উদ্দিন এর পুত্র আমিরুল ইসলাম (৬২)পাঠানপাড়া বাজার  বীজ ও বালাইনাশক ব্যাবসায়ি তিনি বলেন,  যে ঘটনা ঘটেছে সেটি পূর্ব শত্রুতার সূত্রপাতে তবে, বেলাল হোসেন একজন সাংবাদিক সেই সাথে ব্যাবসায়ী তাকে মারা পুরুপুরি আইন বহি ভুত। 

বাজারের ফল ব্যাবসায়ী মৃত্যু, সুপদ সাদুর পুত্র উজ্জল চন্দ্র  (৪০)বলেন, একজন সাংবাদিক কে তার সংবাদ সংগ্রহ করতে হবে।। তবে ভিডিও ধারণ করায় তাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছে এটি চরম পর্যায়ের অপরাধ। 

এ ছাড়া একাধিক সরেজমিনে প্রত্যক্ষ কারিদের বক্তব্য একি কথা উঠে এসেছে। উপজেলার হোপ হাট গ্রামের মৃত্যু, আলতাফ হোসেন  এর পুত্র এরশাদ(৩০)। খরিকাটা গ্রামের মুনছুর রহমান এর পুত্র রানা মন্ডল(৩৫)। হোপ  গ্রামের দেলোয়ার এর পুত্র আহসান হাবিব(২৮)। কাঁচাকুল গ্রামের মৃত, নূরুল হোদার পুত্র আব্দুর রউফ(৪৫) ছাড়াও একাধিক ব্যাক্তিরা মামলায় উল্লেখ করা আসামি দের অপকর্মের কথা অকোপটে শিকার করেন। তারা সকলেই জানান, ঘটনা একেবারে সত্য, কিন্তু সে সময় কেউ বুঝতে পারেনি এমন করে সাংবাদিক এর উপরে আক্রমণ করবে।।

এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন,  তাদের বিরুদ্ধে কেউ কিছু সহজে বলতে পারেনা, এর একটাই কারন ভয়। তাদের কাছে সব সময় দেশীয় অস্ত্র থাকে। এ ছাড়া মাদক ব্যাবসায়ী, মাদক মামলার আসামি ও হত্যা মামলার আসামি ছিলেন তারা।

 এ ছাড়া সাবেক মেম্বার মুকুল একাধিক মামলার আসামি,  সেই সাথে ব্যাংক চেক জালিয়াতিতে কারা বাস করা সহ একাধিক অপরাধ, অপকর্মে লিপ্ত থাকার জোর দাবি করেন এলাকাবাসী। 

সাংবাদিক দের পেশাগত দাইত্ব পালন কল্পে এভাবে আক্রমণ করায় সাংবাদিক মহল বিচলিত ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।  দেশের বৃহত্তর সাংবাদিক  সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান সহ সংগঠনের নেতারা অতি তারাতাড়ি আসামীদের আইনের আওতায় আনার দাবি জানান।  এ সময় আর বলেন,  যদি আইনি প্রক্রিয়ায় গাফিলতি হয় তাহলে রাস্তায় নামার কথা অকোপটে তুলে ধরেন। এ ছাড়া ক্ষেতলাল থানা পুলিশের এমন আচরনে ক্ষুব্ধ সাংবাদিক মহল।

এ বিষয়ে জয়পুরহাট জেলা পুলিশ সুপার " মুহাম্মদ আবদুল ওয়াহাব" এর সঙ্গে কথা বলতে চাইলে তিনি অফিসিয়াল কাজে অতি ব্যাস্ততার কারনে মতামত প্রদান করতে পারেন নি।  তবে ভুক্তভোগী বেলাল হোসেন আশা রাখেন পুলিশ সুপার বিষয় টি সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
 


রাজশাহী বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ