আজ - | | হিজরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ-সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ♦♦ র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়িতে রহমত উল্লাহ, মায়ের চোখে আনন্দাশ্রু ♦♦ এক-এগারোর সর্বনাশ! দুই-এগারোর রাহুগ্রাস! ♦♦ প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে-লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ♦♦ পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান ♦♦ বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ♦♦ দাঁড়াতে পারছেন না স্থানীয় শিল্পোদ্যোক্তারা-ব্যবসাবাণিজ্যে বিপজ্জনক খরা ♦♦ মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? ♦♦ এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল ♦♦ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি ♦♦ কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ♦♦ তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ ♦♦ ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: নগর সুশাসনে নতুন উদ্যোগ ♦♦ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ: প্রিমিয়ার লিগে লাইভ আপডেট ও বিশ্লেষণ ♦♦    

রায়েরবাগ এ রেব এর বিশেষ মোবাইল কোর্ট অভিযান

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মোঃ সুমন শাহ্  শুক্রবার | এপ্রিল ২১, ২০২৩ | ০৯:৩৫ পিএম
  • ২৮৫০ বার

ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ফিটনেস ও রোড পারমিট বিহীন গাড়ি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ঢাকা-চিটাগং রোডের রায়েরবাগে র‌্যাবের বিশেষ অভিযানে (ভ্রাম্যমাণ আদালত) ৮০৫০০ টাকা জরিমানা

 

অদ্য ২১ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকা-চিটাগং রোডস্থ রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল উল্লেখিত এলাকায় ফিটনেস ও রোড পারমিট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ০৯টি বাস ও ০২টি মোটরসাইকেলকে ৮০,৫০০/- (আশি হাজার পাঁচশত) টাকা জরিমানা প্রদান করে।

এছাড়া র‌্যাব-১০ কর্তৃক সায়েদাবাদ বাস টার্মিনালে র‌্যাব সাপোর্ট সেন্ট্রার স্থাপন করা হয়েছে। স্থাপনকৃত সাপোর্ট সেন্ট্রারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল টিম গঠন, তাৎক্ষণিক বিকল হওয়া যানবাহনের জন্য মেরামত টিম, ইফতারের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি যাত্রী হয়রানী, চাঁদাবাজি এবং ছিনতাই রোধকল্পে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ কেন্দ্র স্থাপন করেছে। এছাড়াও সায়েদাবাদ বাস টার্মিনাল, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, রায়েরবাগ, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং মাওয়াঘাটসহ বিভিন্ন এলাকায় যথাযথভাবে চেকপোষ্ট স্থাপন করে ফিটনেস ও রোড পারমিট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

 

সর্বোপরি আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর-২০২৩ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে এবং মাত্রাতিরিক্ত ভীড় কিংবা সংখ্যাধিক্যের কারণে যে কোন প্রকার ঝুঁকি রোধকল্পে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকায় ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রনে ও যানজট নিরসেনে র‌্যাব-১০ এর টহল দল সদা-সর্বদা সচেষ্ট রয়েছে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ