আজ - | | হিজরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ-সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ♦♦ র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়িতে রহমত উল্লাহ, মায়ের চোখে আনন্দাশ্রু ♦♦ এক-এগারোর সর্বনাশ! দুই-এগারোর রাহুগ্রাস! ♦♦ প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে-লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ♦♦ পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান ♦♦ বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ♦♦ দাঁড়াতে পারছেন না স্থানীয় শিল্পোদ্যোক্তারা-ব্যবসাবাণিজ্যে বিপজ্জনক খরা ♦♦ মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? ♦♦ এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল ♦♦ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি ♦♦ কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ♦♦ তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ ♦♦ ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: নগর সুশাসনে নতুন উদ্যোগ ♦♦ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ: প্রিমিয়ার লিগে লাইভ আপডেট ও বিশ্লেষণ ♦♦    

যশোর রেলষ্টেশন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর জুম্মান হত্যাকান্ডের আসামী ভাগ্নেকে ঢাকার দোহার থানাধীন মধুরচর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৬

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | মার্চ ৬, ২০২৪ | ১২:০০ এএম
  • ২১৮৮ বার
উৎপল ঘোষ,বিশেষ প্রতিনিধি;

যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন যশোর রেলষ্টেশন ২নং প্লাটফরম এর সামনে গত ১০ ফেব্রুয়ারি ২০২৪ ইং আনুমানিক ছয়টা ২০ মিনিটের সময় হঠাৎ করে কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ভিকটিম জুম্মান (৩৪)‘কে আক্রমণ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 
পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 
উক্ত ঘটনাটি যশোর শহরের জনবহুল একটি স্থানে ঘটায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, যশোর সংবাদ প্রাপ্ত হয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ঘটনার সাথে জড়িত হত্যাকারীদের চিহ্নিত পূর্বক গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং ঘটনাস্থলের উক্ত সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন যশোর রেলষ্টেশনের ২নং প্লাটফরমের সামনে ভিকটিম জুম্মান (৩৪) কে হত্যার উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি ছূরিকাঘাত করছে। উক্ত হত্যাকান্ডের বিষয়ে ভিকটিমের ভাই গত ইং ১১ফেব্রয়ারি ২০২৪ তারিখ বাদী হয়ে খুলনা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা রুজু সাপেক্ষে এজাহারনামীয় হত্যাকারীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একাধিক আভিযানিক দল মাঠ পর্যায়ে কাজ শুরু করে।
র‍্যাব - ৬,সিপিসি -৩ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার ০৩ জন আসামী গ্রেফতার করে এবং হত্যার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখে। গতকাল ০৪ ঠা মার্চ র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে, চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার অন্যতম ও ১নং এজাহারনামী আসামী ভাগ্নে ইমন (১৯) ঢাকা জেলার দোহার থানাধীন মধুরচর এলাকায় আত্মগোপনে আছে। 
এমন প্রাপ্ত তথ্যোর ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে র‌্যাব-৬, যশোর ক্যাম্প ও র‌্যাব-১০, মুন্সিগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল ইং ৫ মার্চ ২০২৪ খ্রি: সকাল আনুমানিক ০৭.১০ মিনিটের সময় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে জুম্মান হত্যা মামলার ১নং আসামী ভাগ্নে ইমন (১৯), পিতা- খালিদ হোসেন, সাং- তেতুলিয়া (ইসমাইল কলোনী), থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোরকে গ্রেফতার করে। 
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে জুম্মানকে যশোর রেলষ্টেশনে কৌশলে ডেকে এনে ইমন ও অন্যান্য আসামীগণ চাকু দিয়ে কুপিয়ে নৃশংসভাবে জুম্মানকে হত্যা করে।  
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে খুলনা রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
 


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ