আজ - | | হিজরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ-সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ♦♦ র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়িতে রহমত উল্লাহ, মায়ের চোখে আনন্দাশ্রু ♦♦ এক-এগারোর সর্বনাশ! দুই-এগারোর রাহুগ্রাস! ♦♦ প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে-লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ♦♦ পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান ♦♦ বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ♦♦ দাঁড়াতে পারছেন না স্থানীয় শিল্পোদ্যোক্তারা-ব্যবসাবাণিজ্যে বিপজ্জনক খরা ♦♦ মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? ♦♦ এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল ♦♦ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি ♦♦ কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ♦♦ তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ ♦♦ ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: নগর সুশাসনে নতুন উদ্যোগ ♦♦ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ: প্রিমিয়ার লিগে লাইভ আপডেট ও বিশ্লেষণ ♦♦    

ফার্মগেটের সেজান পয়েন্ট থেকে স্বর্ণালঙ্কার চুরি

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | মার্চ ৭, ২০২৪ | ০৬:৪৬ এএম
  • ১৭৪৩ বার
মোঃ বসির আহম্মেদ

রাজধানীর ফার্মগেট এলাকার সেজান পয়েন্ট মার্কেটের চতুর্থ তলার দুটি জুয়েলারি দোকান থেকে ১৯০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

দোকান মালিকদের দাবি, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হেলমেটধারী দুই চোর দোকানে ঢুকে চুরি করছে। দুটি দোকান থেকে ১৯০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছে।

এর মধ্যে একটি দোকান থেকে ১০০ ভরি আর আরেকটি থেকে ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়। 

বুধবার (৬ মার্চ) পুলিশ ও ব্যবসায়ী সূত্র এ তথ্য দিয়েছেন। তারা বলেন, দোকান মালিকরা সকালে দোকান খুলে এ চুরির বিষয়ে জানতে পারেন। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুটি দোকান থেকে আলামত সংগ্রহ করেছে। মার্কেটে চুরির ঘটনা থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও র‌্যাব ছায়া তদন্ত করছে। 

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, ঘটনাস্থলের ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ফুটেজ দেখে চোর শনাক্তের কাজ চলছে। 

জানতে চাইলে ডিএমপির তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান বলেন, মার্কেটের সামনের দিকের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, চুরি করতে যাওয়া দুজন মার্কেটের বারান্দায় অন্ধকারে হাঁটছে।

আরেক ফুটেজে এক চোরকে হেলমেট পরা অবস্থায় দেখা যায়।

তিনি বলেন, মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঘটনার দুই দিন আগে বৈঠক করেন তিনি। সেসময় সেজান পয়েন্টের মার্কেটের পেছনে ব্যবসায়ীদের ক্যামেরা বসাতে বলেন তিনি। 

এ বিষয়ে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তারা মার্কেটের পেছনে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। মার্কেটের ভেতরে নিরাপত্তাকর্মী না থাকার পেছনে তিনি যুক্তি দেখান, ভেতরে দু-একজন নিরাপত্তা কর্মী নিয়োগ করলে তাদের হাত-পা বেঁধে চোরের দল চুরি করত।

তিনি বলেন, দুটি দোকানের মধ্যে এলভি জুয়েলার্স থেকে ৪০ ভরি আর সরণি জুয়েলার্স থেকে ১৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। 

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুজন চোর সেজান পয়েন্ট মার্কেটের পেছনের দোতলার বারান্দার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে চতুর্থ তলায় যায়। এরপর তারা সেখানকার সরণি ও এলভি জুয়েলার্স দোকানের কলাপসিবলের তালা ভেঙে দোকানের ভেতরে ঢুকে স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ