সুস্থ দেহে সুন্দর মন,মুক্ত মাঠে বিনোদন এই স্লোগানকে সামনে রেখে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের বার্ষিক বহি:ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার , দুপুরে কলেজ মাঠে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনজুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো: মামুনুর রশীদ কিরণ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালিকাপুর বাবুপুর কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি জেসমিন আক্তার।
অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন চৌমুহনী পৌর সভার মেয়র মো: খালেদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের গানের তালে নৃত্য ও যেমন খুশি তেমন সাজ, বিভিন্ন দৌড় প্রতিযোগিতা,চেয়ার খেলাসহ একাদিক প্রতিযোগিতা উপভোগ করেন প্রধান অতিথি, শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় ব্যক্তি বর্গ।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি বক্তব্যে, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো: মামুনুর রশিদ কিরণ শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা বলেন,চৌমুহনী সরকারী সালেহ আহমেদ কলেজ সম্পর্কে বলেন,এই কলেজটি অত্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে,এখান থেকে ভালো ফলাফল করে প্রতিনিয়ত মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাচ্ছে। আর বিএনসিসি ও স্কাউটিং এর প্রশংসা করেন তিনি।