আজ - | | হিজরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ-সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ♦♦ র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়িতে রহমত উল্লাহ, মায়ের চোখে আনন্দাশ্রু ♦♦ এক-এগারোর সর্বনাশ! দুই-এগারোর রাহুগ্রাস! ♦♦ প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে-লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ♦♦ পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান ♦♦ বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ♦♦ দাঁড়াতে পারছেন না স্থানীয় শিল্পোদ্যোক্তারা-ব্যবসাবাণিজ্যে বিপজ্জনক খরা ♦♦ মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? ♦♦ এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল ♦♦ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি ♦♦ কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ♦♦ তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ ♦♦ ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: নগর সুশাসনে নতুন উদ্যোগ ♦♦ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ: প্রিমিয়ার লিগে লাইভ আপডেট ও বিশ্লেষণ ♦♦    

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মিথ্যা মামলার প্রতিবাদে বন্দরে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে!

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | জুন ২৬, ২০২৪ | ০৮:৪৪ পিএম
  • ২২৮৫ বার
আব্দুস সালাম মিন্টু:

 বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও বর্তমান  কার্যনির্বাহী সদস্য  দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নূরুজ্জামান মোল্লা  সহ ৬  সাংবাদিকদের বিরুদ্ধে  হয়রানির মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে বন্দর প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যান সমিতিসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা। বুধবার (২৬ জুন) বেলা ১১ টার দিকে বন্দর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  বন্দর প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মোবারক হোসেন খান কমলের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক  মহিউদ্দিন ছিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,  বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন, বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি এসএম শাহীন, সিনিয়র সাংবাদিক দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহম্মেদ সেন্টু, বন্দর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জিএম সুমন ও বন্দর প্রেসক্লাবের নিবাহী সদস্য হাজী নাসির উদ্দীন ও স্থায়ী সদস্য মাহফুজ আলম জাহিদ প্রমুখ। 
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি মেহাবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব,প্রচার সম্পাদক শাহ জামাল, ক্রীড়া সম্পাদক দ্বীন ইসলাম দিপু, স্থায়ী সদস্য জিএম মজনু, ইসলাম দিপু, মেহেদী হাসান মুন্না, ইকবাল হোসেন, মামুনুল, লতিফ রানা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম আহম্মেদ, সিনিয়র সাংবাদিক এসএম আব্দুল্লাহ, সাংবাদিক শেখ আরিফ, শহিদুল ইসলাম শিপু, প্রান্ত, বন্দর মডেল প্রেসক্লাবের সদস্য সচিব, মান্নান খান বাদল,ইব্রাহিম খলিল, কুমকুম, আকরাম, কিবরিয়া, শাহারিয়া ইমন, রাশেদুল ইসলাম অভি ও ফারুক সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন। 

মানববন্ধনে বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খান, বলেন, গনমাধ্যমকর্মীরা তথ্য উপাথ্য সংগ্রহ করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করেন। সমাজের অসংগতি গুলো সাংবাদিকরা প্রকাশ করেন। অথচ ইদানিং সহসায় কালো টাকার মালিকদের যোগসাজসে সাংবাদিক বিরুদ্ধে মামলা নিচ্ছে প্রশাসন। যা খুবই দু:খ জনক। প্রশাসনকে হুশিয়া করতে চাই সাংবাদিকের বিরুদ্ধে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং তদন্ত করতে হবে। নইলে সাংবাদিকরা বসে থাকবে। আমরা সকল কলম সৈনিকদের নিয়ে অসাধু কালো টাকার ব্যবসায়ী ও অসাধু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আলটিমেটাল দিয়ে কর্মসূচি দিতে বাধ্য হব। সাংবাদিকের বিরুদ্ধে এসব মিথ্যে মামলার তীব্র প্রতিবাদ জানাই।

উল্লেখ্য,  বন্দর উপজেলার ধামগড় ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য সফুরউদ্দিন মনদপুর ইষ্ট টাউন এলাকার ভাড়াটিয়া রাজমিস্ত্রী পান্নু মিয়াকে কারাগারে পাঠিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গত ১৪ মে  দৈনিক মানবজমিন সহ স্থানীয় সকল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।  এ প্রকাশিত সংবাদের জের ধরে সফুরউদ্দিন মেম্বার বাদী হয়ে গত ১৪ মে এবং ৪ জুন পৃথক পৃথক ভাবে   নারায়ণগঞ্জ আদালতে
দৈনিক মানবজমিন নূরুজ্জামান দৈনিক ইনকিলাব আবু নাসের,  বাংলাদেশের আলোর মনির হোসেন, স্থানীয় দৈনিক  রুদ্রবার্তা'র  আনোয়ার হোসেন, দৈনিক নীর বাংলা বিল্লাল হোসেন ও হাসান আলী শুভ সহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে দুই কোর্ট পিটিশন মিথ্যা মামলা দায়ের করেন। প্রথম  মানহানি মামলাটি পুলিশ অব ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই নারায়ণগঞ্জকে, দ্বিতীয় মামলাটি বন্দর থানা পুলিশকে  তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ