আজ - | | হিজরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ-সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ♦♦ র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়িতে রহমত উল্লাহ, মায়ের চোখে আনন্দাশ্রু ♦♦ এক-এগারোর সর্বনাশ! দুই-এগারোর রাহুগ্রাস! ♦♦ প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে-লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ♦♦ পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান ♦♦ বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ♦♦ দাঁড়াতে পারছেন না স্থানীয় শিল্পোদ্যোক্তারা-ব্যবসাবাণিজ্যে বিপজ্জনক খরা ♦♦ মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? ♦♦ এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল ♦♦ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি ♦♦ কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ♦♦ তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ ♦♦ ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: নগর সুশাসনে নতুন উদ্যোগ ♦♦ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ: প্রিমিয়ার লিগে লাইভ আপডেট ও বিশ্লেষণ ♦♦    

বন্দরে সিটি কর্পোরেশনের ল্যাম্পপোস্টের তারে বিদ্যুৎস্পৃষ্টে নৈশপ্রহরীর মৃত্যু!

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   রবিবার | জুন ৩০, ২০২৪ | ১২:০০ এএম
  • ২০০০ বার
আব্দুস সালাম মিন্টু:

নারায়ণগঞ্জ: বন্দরে নবীগঞ্জ-মদনগঞ্জ নতুন রাস্তার পাশে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুন) দিবাগত ওই ঘটনা ঘটে। পরে ভোরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। তথ্যটি  নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু বকর সিদ্দিক।
নিহত ব্যাক্তির নাম মো. আবু বক্কর সিদ্দিক (৪৮)। সে বন্দর উপজেলার সিএসডি গেইটের খান বাড়ির মোড় এলাকার জানু দেওয়ানের ছেলে।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, বন্দর উপজেলার সিরাজউদ্দৌলা ক্লাব হইতে নবীগঞ্জগামী রাস্তার ডিভাইডারের মাঝখানের বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায আবু বক্কর। পরে স্থানীয় লোকজন সকাল ৭টার দিকে বিদ্যুতের খুঁটির তারের সাথে আবু বক্কর এর মৃতদেহ জড়ানো অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়।

বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ ফোর্স যাই। আমরা লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করেছি। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ