আজ - | | হিজরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ-সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ♦♦ র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়িতে রহমত উল্লাহ, মায়ের চোখে আনন্দাশ্রু ♦♦ এক-এগারোর সর্বনাশ! দুই-এগারোর রাহুগ্রাস! ♦♦ প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে-লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ♦♦ পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান ♦♦ বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ♦♦ দাঁড়াতে পারছেন না স্থানীয় শিল্পোদ্যোক্তারা-ব্যবসাবাণিজ্যে বিপজ্জনক খরা ♦♦ মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? ♦♦ এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল ♦♦ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি ♦♦ কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ♦♦ তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ ♦♦ ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: নগর সুশাসনে নতুন উদ্যোগ ♦♦ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ: প্রিমিয়ার লিগে লাইভ আপডেট ও বিশ্লেষণ ♦♦    

রূপগঞ্জে ঘেরাও বাড়ি সম্পর্কে যা জানালেন এটিইউ এসপি সানোয়ার!

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | জুলাই ২, ২০২৪ | ০৯:০৯ পিএম
  • ২১১৮ বার
আব্দুস সালাম মিন্টু:

জঙ্গি আস্তানা
 অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) মো. সানোয়ার হোসেন বলেছেন, গত মাসের ৮-৯ তারিখে নেত্রকোনা জেলায় একটি অভিযান পরিচালনা করি, নেত্রকোনা জেলা পুলিশ ও আমাদের অ্যান্টি টেরোরিজম ইউনিট। সেখান থেকে আমরা একটা ডেন পাই। সেই তথ্যের ভিত্তিতে আমাদের দেশ ব্যাপি একটি অভিযান পরিচালিত হয়। সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল কক্সবাজার থেকে ১জনকে গ্রেপ্তার করি। তার দেয়া তথ্যের ভিত্তিতে আমাদের কয়েকটা টিম নারায়ণগঞ্জে রূপগঞ্জে কাজ করা শুরু করে।


মঙ্গলবার (২ জুলাই) রূপগঞ্জে বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চার তলা বাড়ি ঘিরে রেখেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। ঘটনাস্থল থেকে সাংবাদিকদের ব্রিফিং করে তিনি এসব তথ্য জানান।

এসপি মো. সানোয়ার হোসেন বলেন, এখানে একটা ডেন আছে যে, তাদের একাধিক সদস্য থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতে আমরা এই বিল্ডিংটি শনাক্ত করি। আমরা বৃষ্টিতে বিঘ্নিত হয়েও এই বিল্ডিংকে ঘেরাও করি। আমরা বিল্ডিয়ে ইভাকুয়েট (খালি) করছি। এরপর আমরা এখানে স্পেসিফিক কেউ আছে কিনা জানতে পারবো। কোন রুমে আছে বা আছে কিনা এখনো। আমাদের কাছে থাকা তথ্য মতে কিছু সরঞ্জাম আছে তাদের কাছে সে খুঁজবো। এখানে যে আছে সে একজন প্রশিক্ষক। তার কাছে বোম সংক্রান্ত বিষয়ে জানা শোনা আছে। সেই প্রস্তুতি রেখেই আমরা বাড়ি খালি করছি। আমরা বাড়ির গ্যাস লাইন ও বিদ্যুৎ লাইন বন্ধ করে দিবো। তারপর আমাদের সোয়াট টিম ভেতরে প্রবেশ করে অভিযানি কার্যক্রম পরিচালনা করবো। স্বল্প সময়ের মধ্যে আমরা আমাদের অভিযান শেষ করে ক্লিয়ার বিফ্রিং দিবো আপনাদের।


রাজশাহী বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ