বুধবার রাত আনুমানিক তিনটার দিকে ২ নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন মন্ডলের বাড়ীতে এ ঘটনা ঘটে।
কাউন্সিলরের সহধর্মিণী জানান,রাত তিনটার দিকে বাড়ির পিছনের জানালার গ্ৰিল কেটে ৮/ ১০ জনের সশস্ত্র ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাসার ভেতরে প্রবেশ করে, সবকিছু তছনছ করে এবং কাউন্সিলরকে খুঁজতে থাকে।এসময় নগদ দের লক্ষাধিক টাকা ও ৭ ভরি ওজনের ব্যবহৃত স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাশিমপুর থানা পুলিশ ও সিটি এসবির কর্মকর্তাবৃন্দ।
এবিষয়ে গাজীপুরের সেনাবাহিনীর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এব্যাপারে কাশিমপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।