আজ - | | হিজরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ-সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ♦♦ র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়িতে রহমত উল্লাহ, মায়ের চোখে আনন্দাশ্রু ♦♦ এক-এগারোর সর্বনাশ! দুই-এগারোর রাহুগ্রাস! ♦♦ প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে-লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ♦♦ পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান ♦♦ বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ♦♦ দাঁড়াতে পারছেন না স্থানীয় শিল্পোদ্যোক্তারা-ব্যবসাবাণিজ্যে বিপজ্জনক খরা ♦♦ মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? ♦♦ এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল ♦♦ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি ♦♦ কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ♦♦ তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ ♦♦ ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: নগর সুশাসনে নতুন উদ্যোগ ♦♦ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ: প্রিমিয়ার লিগে লাইভ আপডেট ও বিশ্লেষণ ♦♦    

আদালতের নির্দেশে বিএনপি নেতা শাহাদাত চট্টগ্রাম সিটির মেয়র

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | অক্টোবর ২, ২০২৪ | ০৬:৩২ এএম
  • ২৯৭৬ বার
নিজস্ব প্রতিবেদক ,

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ফল বাতিল চেয়ে করা মামলায় বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন।

গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক এবং প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেন।

আদালত প্রাঙ্গণে বাদীপক্ষের আইনজীবী আরশাদ হোসেন সাংবাদিকদের বলেন, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারির চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন মামলা করেন।

 

এই মামলায় রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা বাতিল করা হয়েছে। আইনের ৫৯(ক) অনুসারে মামলার বাদী বিএনপির মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীকের শাহাদাত হোসেনকে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ দিনের মধ্যে শাহাদাত হোসেনকে নির্বাচিত মেয়র হিসেবে গেজেট প্রকাশের নির্দেশ দেন।

রায় ঘোষণার পর বিএনপির নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন।

তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে স্বাগত জানান।

 

এ সময় বিএনপির মেয়র প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের গণতান্ত্রিক মানুষের আইনের শাসনের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছিল, এই রায়ের মাধ্যমে তা ফিরে আসতে শুরু করবে। একই সঙ্গে চট্টগ্রামের ২০ লাখ ভোটার, যারা বারবার প্রতারিত হয়েছিল, তারাও খুশি হয়েছে। এ সময় তিনি অবিলম্বে আদালতের রায় কার্যকর করতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

 

তিনি বলেন, ‘গত ১৬ বছর আওয়ামী দুঃশাসনে রাষ্ট্রের সমস্ত যন্ত্রকে আওয়ামী যন্ত্রে রূপান্তর করে দেশে তারা ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছে। ২০২১ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের যে নির্বাচন হয়েছিল, সেখানে তারা ভোট ডাকাতির মাধ্যমে জালিয়াতি করে ইভিএম রেজাল্ট পাল্টে দিয়ে অবৈধভাবে রেজাউল করিমকে মেয়র ঘোষণা করে। সাড়ে তিন বছর পর মামলার রায় হয়েছে। আমি মনে করি, এ রায় বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় পেয়েছি। বিচার বিভাগ যে স্বাধীন, আইনের শাসন যে প্রতিষ্ঠিত হয়েছে, এ রায়ের মাধ্যমে সেটা প্রতীয়মান হয়েছে।

 

২০২১ সালের  ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে ভোটগ্রহণ হয়। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনের পর থেকে কারচুপির অভিযোগ করে আসছিল ডা. শাহাদাত হোসেন ও তাঁর দল বিএনপি। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হাসেন নির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

২০২১ সালের ২৭ জানুয়ারি হওয়া ওই নির্বাচনে তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পান ৫২ হাজার ৪৮৯ ভোট।

বর্তমান অন্তর্বর্তী সরকার এরই মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করেছে। ১৯ আগস্ট তাঁর জায়গায় প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার।

ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি।


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ