আজ - | | হিজরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ-সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ♦♦ র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়িতে রহমত উল্লাহ, মায়ের চোখে আনন্দাশ্রু ♦♦ এক-এগারোর সর্বনাশ! দুই-এগারোর রাহুগ্রাস! ♦♦ প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে-লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ♦♦ পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান ♦♦ বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ♦♦ দাঁড়াতে পারছেন না স্থানীয় শিল্পোদ্যোক্তারা-ব্যবসাবাণিজ্যে বিপজ্জনক খরা ♦♦ মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? ♦♦ এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল ♦♦ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি ♦♦ কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ♦♦ তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ ♦♦ ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: নগর সুশাসনে নতুন উদ্যোগ ♦♦ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ: প্রিমিয়ার লিগে লাইভ আপডেট ও বিশ্লেষণ ♦♦    

একটা ম্যাচ খারাপ খেললেই গম্ভীরের আসল চেহারা বেরিয়ে আসবে: তামিম

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | সেপ্টেম্বর ২৮, ২০২৪ | ১২:০০ এএম
  • ৩১৪৫ বার
ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের চলমান ভারত সফরে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন তামিম ইকবাল। বৃষ্টির কারণে কানপুর টেস্টের টস শুরু হতে যখন দেরি হচ্ছিলো, তখন সিরিজের অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেল স্পোর্টস-১৮ ও স্ট্রিমিং প্ল্যাটফরম জিও সিনেমায় আলাপচারিতায় ছিলেন তামিম ইকবাল ও ভারতের সাবেক তারকা ক্রিকেটার পার্থিব প্যাটেল। এ সময় তামিম ভারতের কোচ গৌতম গম্ভীর সম্পর্কে বলেন, ‘একটা ম্যাচ খারাপ খেললেই গম্ভীরের আসল চেহারা বেরিয়ে আসবে।’ গম্ভীরের অধীন ভারতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তামিম প্যাটেলের সঙ্গে বলেন, ‘যখন আপনি জিততেই থাকবেন, তখন একজন মানুষের আসল চরিত্র সম্পর্কে জানতে পারবেন না। যখন আপনি একটি সিরিজ হারবেন তখনই আসল চেহারা বেরিয়ে আসে। কোনো সন্দেহ নেই তিনি (গৌতম গম্ভীর) একজন যোগ্য ব্যক্তি। কিন্তু তাকে এখনই কিছু বলাটা বেশ তাড়াহুড়া হয়ে যায়। একটা ম্যাচ খারাপ খেললেই গম্ভীরের আসল চেহারা বেরিয়ে আসবে।’ পার্থিব প্যাটেল বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারত যে সাফল্য পেয়েছে, গম্ভীর সেটাই টেনে নিয়ে যাচ্ছেন। প্যাটেল বলেন, ‘রাহুল দ্রাবিড় ও রবি শাস্ত্রীর অধীন ভারত যে সাফল্য পেয়েছে, আপনি সেটাই বয়ে নিয়ে যেতে পারেন। কোনো কিছু বদলে ফেলার সুযোগ আপনার আছে। তবে একইসঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে কাজটা নিজস্ব উপায়ে করতে হবে। ড্রেসিংরুম থেকে যেসব খবর পাচ্ছি, তারা স্বাচ্ছন্দ্যেই আছে এবং সবার মধ্যে টেস্ট জয়ের সংকল্প আছে।’ ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৬৫ ম্যাচ খেলা পার্থিব আরও বলেন, ‘অতিরিক্ত চাপ না থাকলে আপনি আরও ভালো পারফর্ম করার দিকে মনোযোগী হবেন। সবাই জানি, তিনি দলকে একদম পরিষ্কার বার্তা দিয়ে থাকেন। সেখানে অস্বচ্ছতার কিছু নেই। হয় কালো, নয়তো সাদা। এ কারণেই ভারত তাদের খেলার ধরন নিয়ে খুব নিশ্চিত থাকে।’


খেলাধুলা ক্যাটেগরির আরো সংবাদ