আজ - | | হিজরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ-সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ♦♦ র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়িতে রহমত উল্লাহ, মায়ের চোখে আনন্দাশ্রু ♦♦ এক-এগারোর সর্বনাশ! দুই-এগারোর রাহুগ্রাস! ♦♦ প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে-লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ♦♦ পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান ♦♦ বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ♦♦ দাঁড়াতে পারছেন না স্থানীয় শিল্পোদ্যোক্তারা-ব্যবসাবাণিজ্যে বিপজ্জনক খরা ♦♦ মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? ♦♦ এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল ♦♦ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি ♦♦ কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ♦♦ তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ ♦♦ ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: নগর সুশাসনে নতুন উদ্যোগ ♦♦ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ: প্রিমিয়ার লিগে লাইভ আপডেট ও বিশ্লেষণ ♦♦    

বলিউডের ভাইজান-বাদশাহ নন, সবচেয়ে ধনী অভিনেতা অন্য কেউ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | নভেম্বর ১৮, ২০২৩ | ০২:৩৭ পিএম
  • ২৭১৭ বার

বিনোদন ডেস্ক


বলিউড বাদশাহ শাহরুখ খান কিংবা ভাইজান সালমান খান নয়, ভারতের সবচেয়ে ধনী অভিনেতা অন্য কেউ। এমন খবরে চোখ চড়ক গাছ হওয়ারই কথা। বিশ্বাস না হলেও এটাই সত্য। জওয়ান অভিনেতা শাহরুখ খান এ মুহূর্তে পারিশ্রমিকে শীর্ষে থাকলেও সম্পদের সূচকে তিনি কিন্তু শীর্ষে নন। বলিউডের এ জায়গা দখল করে আছেন অন্য কেউ।

অনেকেই হয়ত তার নাম পর্যন্ত শোনেননি। কেননা অভিনেতাদের মধ্যে শীর্ষে থাকলেও একটি ছবিও হিট করেনি তার। না চেনা খুবই স্বাভাবিক। তবে যদি মুভি বোদ্ধা হয়ে থাকেন ছবি দেখে ইতিমধ্যেই আঁচ করে ফেলেছেন তিনি কে। বর্তমানে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার নাম সর্বানন্দ অরুল। লিজেন্ড সর্বানন নামেই সবাই চেনেন তাকে।

এখন পর্যন্ত একটি ছবিই করেছেন তিনি। ছবিটির নাম দ্য লিজেন্ড। যা পরিচালনা করেছেন জেডি জেরি। তাতে আলো ছড়াতে দেখা গেছে সানাম রে খ্যাত উর্বশী রাউতেলাকে। পার্শ্ব অভিনেতা হিসেবে ছিলেন যোগী বাবু, বিবেক, সুমন, নাসের, বিজয়কুমার। লিজেন্ড সর্বানন তার প্রথম ছবির প্রচারে কোটি কোটি টাকা খরচ করলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

ছবিটি ভারতের বড় বড় হলে মুক্তির পর মোটা অঙ্কের লসের মুখে পড়লেও এতে চিন্তিত নন লিজেন্ড। কেননা অর্থ উপার্জনের জন্য তিনি ছবি করেন নি। কারণ তার আয়ের উৎস সিনেমা নয়। অভিনয়টা তার সখ। আয়ের জন্য আছে অন্য পেশা। তাহলে প্রশ্ন আসতেই পারে সর্বানন আসলে কে। জেনে নেওয়া যাক তার সম্পর্কে...

ভারতের জনপ্রিয় লিজেন্ড সর্বানন স্টোরের মালিক এ ব্যক্তির ২৫০০ কোটির ব্যবসা রয়েছে। তার গাড়ির কালেকশনও রীতিমতো চমকে দেওয়ার মতো। ফেরারি, মার্সিডিজ, রোলস রয়েল, বিএমডাব্লিউ থেকে শুরু করে কয়েকশো কোটি টাকার বিলাসবহুল গাড়ি রয়েছে তার গ্যারেজে। স্বভাবতই অনুমান করতেই পারছেন ভারতের কোনো অভিনেতাই তার ধারে কাছেও নেই। হোক তা বলিউড, তামিল কিংবা তেলেগু, কান্নাড় বা মালায়ালামের যেকোনো লিজেন্ড।


বিনোদন ক্যাটেগরির আরো সংবাদ