আজ - | | হিজরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ-সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ♦♦ র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়িতে রহমত উল্লাহ, মায়ের চোখে আনন্দাশ্রু ♦♦ এক-এগারোর সর্বনাশ! দুই-এগারোর রাহুগ্রাস! ♦♦ প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে-লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ♦♦ পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান ♦♦ বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক ♦♦ দাঁড়াতে পারছেন না স্থানীয় শিল্পোদ্যোক্তারা-ব্যবসাবাণিজ্যে বিপজ্জনক খরা ♦♦ মঞ্চ প্রস্তুত আরেকটি এক-এগারোর? ♦♦ এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল ♦♦ নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি ♦♦ কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ♦♦ তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ ♦♦ ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: নগর সুশাসনে নতুন উদ্যোগ ♦♦ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ: প্রিমিয়ার লিগে লাইভ আপডেট ও বিশ্লেষণ ♦♦    

বন্দরে মাজার জিয়ারত করতে এসে অজ্ঞাত পুরুষের মৃত্যু!

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   বন্দরে মাজার জিয়ারত করতে এসে অজ্ঞাত পুরুষের মৃত্যু!  সোমবার | ডিসেম্বর ১১, ২০২৩ | ০১:২৮ পিএম
  • ৩২৫০ বার
মোঃ রাসেদ বাহাদুর!

নারায়নগঞ্জের বন্দরে  মাজার জিয়ারত করতে এসে অজ্ঞাত নামা  (৪৬) বছরের এক পুরুষের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ রোববার (১০ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের কদম রসুল দরগা জামে মসজিদের বারান্দা থেকে ওই মৃতদেহটি  উদ্ধার করে র্মগে প্রেরণ করে। এর আগে গত শনিবার (৯ ডিসেম্বর)  রাতে যেকোন সময়ে উল্লেখিত মাজারে অজ্ঞাত নামা পুরুষের মৃত্যুবরণ করে। লাশ উদ্ধারের ঘটনায় বন্দর থানায় অপমৃতু মামলা রুজু করার প্রস্তুতি চলছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, গত শনিবার রাতে অজ্ঞাত নামা পুরুষ কদম রসুল দরগা মাজার জিয়ারতে আসে। পরে রাতে যে কোন সময়ে অজ্ঞাত  ব্যাক্তি অজ্ঞাত কারনে মৃত্যু বরণ করে। রোববার সকালে স্থানীয় মুসল্লীসহ মাজার কমিটি লোকজন লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে সংবাদ জানালে বন্দর থানার এসআই মোহাম্মদ সাহিদুল ইসলাম মোল্লাসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করে। তিনি গণমাধ্যমকে জানায়, এলাকাবাসীর মাধ্যমে  সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা  যাবে।


গনমাধ্যম ক্যাটেগরির আরো সংবাদ